UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও কিডনির পাথর অপসারণে সাহায্য করে পাথরকুচি

usharalodesk
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যেসব ঔষধি গাছ প্রাচীন কাল থেকেই চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে তার মধ্য পাথরকুচি অন্যতম। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, পাথরকুচি পাতা কিডনি ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের বিশেষ উপকারে আসে।

চলুন জেনে নেই পাথরকুচি পাতার ওষুধি গুণাগুণ সম্পর্কে-

১. উচ্চ রক্তচাপ: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ও মুত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয়।

২. পেট ফাঁপা: অনেক সময় দেখা যায় পেট ফুলে গেছে বা প্রসাব আটকে আছে। সে ক্ষেত্রে একটু চিনির সাথে এক বা দুই চা-চামচ পাথর কুচির পাতার রস গরম করে খেলে উপকার পাওয়া যাবে। তবে পানির সাথে মিশিয়েও খেতে পারেন।

৩. কিডনির পাথর অপসারণ: পাথরকুচি পাতা কিডনি ও গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে।

৪. মৃগী: মৃগী রোগাক্রান্ত সময়ে পাথর কুচির পাতার রস ২-১০ ফোঁটা করে মুখে দিতে হবে, একটু পেটে গেলেই রোগের উপশম হবে।

৫. শিশুদের পেট ব্যথায়: শিশুর পেটব্যথা হলে, ৩০-৬০ ফোঁটা পাথর কুচির পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম পাওয়া যায়।

৬. শরীর জ্বালাপোড়া: দু-চামচ পাথর কুচি পাতার রস আধা কাপ গরম পানিতে মিশিয়ে দুবেলা খেলে শরীরের জ্বালাপোড়া উপশম হয়।

৭. পাইলস: পাথরকুচি পাতার রসের সাথে গোল মরিচ মিশিয়ে পান করলে পাইলস ও অর্শ রোগ থেকে মুক্তি মেলে।

৮. জন্ডিস নিরাময়ে: লিভারের যেকোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস খুবই উপকারী।

(ঊষার আলো-এফএসপি)