UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা যুদ্ধের কণ্ঠযোদ্ধা শিল্পী নমিতা ঘোষ আর নেই

ঊষার আলো
মার্চ ২৭, ২০২১ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
২৬ মার্চ শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে তার বোন কবিতা ঘোষ।
তিনি বলেন, তার বোনের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।
২৭ মার্চ শনিবার বেলা ১১টায় রাজধানীর পোগোজ স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধের এই কণ্ঠযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হবে। তার শেষকৃত্যের বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কবিতা।
এরআগে গত ১৬ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ওইদিন নমিতা ঘোষের বোন কবিতা ঘোষ গণমাধ্যমকে বলেন, গত ১৫ মার্চ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর তাকে ভর্তি করা হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এর আগে তিনি আরও ২ টি হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানিয়েছেন কবিতা ঘোষ।
চিকিৎসকের বরাত দিয়ে তার বোন বলেছেন, ক্যান্সার থেকে সেরে উঠলেও করোনা আক্রান্তের পর তিনি ফুসফুস ও কিডনির গুরুত্বর জটিলতায় ভুগছেন।
সবশেষ গত ১২ মার্চ নমিতা ঘোষ বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছিলেন।

 

(ঊষার আলো: এম.এইচ)