UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে স্কুলে গীতা বাধ্যতামূলকের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

ঊষার আলো
অক্টোবর ১, ২০২১ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে স্কুলের পাঠ্যক্রমে গীতাকে বাধ্যতামূলকের জন্য দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ(ভিএইচপি)।  গীতাকে জাতীয় পুস্তকের মর্যাদা দিতেই এমন দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এমন দাবি করেন বিশ্ব হিন্দু পরিষদ।

তাদের দাবি, পাঠ্যক্রমে যদি গীতা যুক্ত করা হয়, তাহলে শিক্ষকদের নিষ্ঠা বাড়বে। এমনকি তারা আরও বেশি দায়িত্ব সহকারে শিক্ষার্থীদের পড়াবেন। গীতা ধর্মনিরপেক্ষ গ্রন্থ। এটি পাঠ যে কতটা জরুরি সেটি সবাই জানে।

বিশ্ব গীতা ইনস্টিটিউট এ গ্রন্থটি ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে। পশ্চিমা সংস্কৃতির কুফলকে আটকাতে গীতা ভারতের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত বলে দাবি জানান তারা।

 

(ঊষার আলো-আরএম)