UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশি গ্রেফতার

usharalodesk
অক্টোবর ১, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং -এ একটি শেয়ার্ড হাউস এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের অভিযানে ৩২৬ জন বিদেশিকে গ্রেফতার করা হয়। এরপর তাদের কাগজপত্র যাচাই করে ২৯৭ জনকে আটক করা হয়েছে। বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছে ।

তবে এদের মধ্যে কেউ কেউ নিজস্ব ব্যবসাও করছেন বলে ধারনা করা হচ্ছে। আটকদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ২৮ জন নারী রয়েছে। এছাড়া ৯৫ জন বাংলাদেশি, ৬৬ জন মিয়ানমারের, ১ জন ঘানা ও ৬ জন ভিয়েতনামি পুরুষ ও ৭ জন নারী আছেন।

(ঊষার আলো-আরএম)