UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেবিন ক্রুদের টাইট পোশাক বাতিল করল ইউক্রেনের এয়ারলাইন্স

usharalodesk
অক্টোবর ৩, ২০২১ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কেবিন ক্রুরা কেমন পোশাক ও জুতা পরবেন, কী মেকআপ ব্যবহার করবেন বা কীভাবে চুল বাঁধবেন তার সবই নির্দিষ্ট থাকে। আর কড়াকড়িভাবে এসব নিয়ম অনুসরণ করতে হয়। কেবিন ক্রুদের দীর্ঘ সময় ধরে টাইট পোশাক ও হাইহিল পরে থাকতে হয়।

ইউক্রেনও সেটির ব্যতিক্রম নয়। কিন্তু দীর্ঘ চিন্তাভাবনার পর কেবিন ক্রুদের পোশাকে ও জুতায় পরিবর্তন এনেছে ইউক্রেনের স্কাইআপ এয়ারলাইন্স।

স্কাই আপ জানায়, সময় বদলেছে এবং নারীরাও বদলেছেন। টাইট পোশাক, হাইহিল, আটসাঁট করে খোপা করা ও লাল লিপস্টিকেও পরিবর্তন আনতে হবে। ক্রেবিন ক্রুদের আরামের কথা ভেবেই এ পরিবর্তন এনেছেন তারা।

আগামী মাস হতে পোশাকের নতুন নিয়মটি কার্যকর হবে। ফলে এখন থেকে ক্রুদের আর হাইহিল জুতা বা টাইট ব্লাউজ ও পেন্সিল স্কার্ট পরিধান করতে হবে না। তারা আরামদায়ক পোশাক এবং জুতা পরতে পারবে। খোপার বদলে ক্রুরা তাদের চুলও ছেড়ে রাখতে পারবে। এর পাশাপাশি মেকআপেও নমনীয়তা আনা হয়েছে। ক্রুরা ঢিলেঢালা পোশাকের সাথে একটি নীল রঙের স্কার্ফও রাখতে পারবেন।

(ঊষার আলো-এফএসপি)