UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে একাদশে আছেন যারা

ঊষার আলো
অক্টোবর ৪, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরুর পর এবার শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ দল।

আজ সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি দুই দল।

র‍্যাংকিং বা পারফরম্যান্স সবকিছুতে অনেক এগিয়ে ভারত। ফিফার শীর্ষ র‌্যাংকিং তালিকায় বাংলাদেশ (১৮৯) ভারতের চেয়ে (১০৭) পিছিয়ে থাকলেও দেশটির বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স বলছে ছেড়ে কথা বলবেন না জামালরাও।

সর্বশেষ মুখোমুখি ৫ ম্যাচের মধ্যে তিনটিতে ড্র আর দুটিতে হার বাংলাদেশের। গত ৭ জুন বিশ্বকাপ বাছাইয়ে ২-০ গোলে হারের আগে টানা ৩ ম্যাচ ভারতকে রুখে দিয়েছিল তারা।

এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩০ বার। তবে জয়ের পাল্লা ভারতেরই ভারী। তাদের ১৬টি জয়ের বিপরীতে বাংলাদেশের জয় আছে মাত্র ২টি, বাকি ১২ ম্যাচ ড্র। কিন্তু সাফে মুখোমুখি হয়েছে ৯টি ম্যাচে। তার মধ্যে ভারত জিতেছে ৫টি, বাংলাদেশের নেই একটিও জয়, ড্র হয়েছে ৪টিতে।

বাংলাদেশ একাদশ-

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী।

মিডফিল্ডার: জামাল ভুঁইয়া (অধিনায়ক), রাকিব হোসাইন, সাদ উদ্দিন।

ফরোয়ার্ড:  মতিন মিয়া, মোহাম্মদ ইবরাহীম, বিপলু আহমেদ।

(ঊষার আলো-এফএসপি)