ঊষার আলো রিপোর্ট : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এবছরে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে এদিনেই। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬৯ জনে। নতুন করে এ দিনে আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ৬৭৪ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৯৭১ জন। শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে। মোট সুস্থ হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন। মৃত্যু হওয়া ৩৯ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৫ জন নারী। মৃতদের মধ্যে ঢাকার ২৮ জন, চট্টগ্রামের ৫ জন, রাজশাহীর ২ জন, খুলনার ২ জন, সিলেটের ১ জন এবং রংপুরের একজন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছে ২৬ মার্চ ৩৩ জন, ২৫ মার্চ মারা যান ৩৪ জন, ২৪ মার্চ ২৫ জন, ২৩ মার্চ ১৮ জন ও ২২ মার্চ ৩০ জন। কিন্তু আজ মারা গেছে ৩৯ জন। যা এবছরের এক দিনেই সবে চেয়ে বেশি মৃত্যু।