UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূলে যোগ দেওয়ার আগে মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত বিজেপি বিধায়কের

ঊষার আলো
অক্টোবর ৬, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস আরও আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার আগে কলকাতার কালীঘাটে গিয়ে মাথা ন্যাড়া করে, গঙ্গায় গোসল করে বিজেপি করার প্রায়শ্চিত্ত করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) এই ঘটনা ঘটেছে। আজ বুধবারই তৃণমূলে যোগ দেওয়ার কথা আছে তার।

ত্রিপুরা হতে কলকাতায় গিয়ে মঙ্গলবার নিজের পূর্ব ঘোষণা মতোই প্রথমে মাথা ন্যাড়া করান আশিস। তারপর গঙ্গায় গোসলও করেছেন ত্রিপুরার সুরমা বিধানসভা আসনের এই বিজেপি বিধায়ক। সবশেষে ধর্মীয় রীতি মেনে যজ্ঞও করেন।

আশিস দাস জানান, ‘কোনটা মুখ ও কোনটা মুখোশ তা মানুষ বুঝে গিয়েছে৷ তাই মা-মাটি ও মানুষের প্রতি সমর্থন বাড়ছে।’

(ঊষার আলো-এফএসপি)