UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাগেরহাটে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর: আহত ৩

koushikkln
মার্চ ২৭, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার মোল্লার বসতবাড়ি এবং নির্বাচনি অফিস ভাংচুর ও কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার পর কয়েকদফা এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বনগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় প্রতিদ্বন্দী প্রার্থী রিপন দাসের কর্মী-সমর্থকরা এক যোগে মটরসাইকেল মহড়া দিয়ে সিনেমা ষ্টাইলে এ হামলা করে বলে অভিযোগ। এ সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার মোল্লার ৩/৪ জন কর্মী আহত হয়েছেন। পরে গ্রামবাসি ঐকবদ্ধভাবে প্রতিরোধে এগিয়ে আসলে ৫টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় রিপন দাসের কর্মী-সমর্থক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে এবং সন্ত্রাসীদের ফেলে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার মোল্লা জানান, রাত পৌনে ৯টার দিকে বাড়ি সংলগ্ন নির্বাচনী অফিসে বসে আলোচনা করছিলাম। হঠাৎ করে ৬০ থেকে ৭০টি মোটরসাইকেলের বহর বাড়ির মধ্যে প্রবেশ করে। প্রবেশের সময় বাড়ির গেট ভাংচুর করে। এসময় নৌকা প্রতিকের প্রার্থী রিপন দাসের জয় হোক, রিপন দাস ভয় নেই বলে সেøাগান দিতে থাকে। আমাদের অফিসে প্রবেশ করে ভাংচুর শুরু করে। এনাম মজুমদার, আসাদ মোল্লা, কামরুল মোল্লা নামের আমার তিন কর্মীকে বেধড়ক মারপিট করে। আমরা সবাই ডাক চিৎকার দিলে মসজিদে থাকা ইমাম সাহেব মাইকে ঘোষনা দিলে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাওয়ার সময় আমাকে প্রাণে মেরে ফেলার জন্য হুমকী দেয়। আমি নির্বাচনের সুষ্ঠ পরিবেশ এবং এই ন্যাক্কার জনক হামলার সুষ্ঠ বিচার চাই। হামলার ঘটনা অস্বীকার করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রিপন দাস বলেন, বনগ্রাম এলাকা থেকে স্বাধীনতা দিবসের সভা, পথসভা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে জব্বার মোল্লার লোকজন আমাদের উপর হামলা করে। এতে আমার ৭-৮ কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ সাংবাদিকদের বলেন, আমরা একটি সংঘর্ষের ঘটনা জানতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সেখানে পুলিশ মোতায়েন ছিল। পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি, আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করব।