UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিতালি এক্সপ্রেস ট্রেনসহ একাধিক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন,  সমঝোতা স্মারক সই

usharalodesk
মার্চ ২৭, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

                                          আজ শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক

ঊষার আলো রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় বৈঠকে ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়াও ঢাকা-নিউ জলপাইগুড়ি ‘মিতালি এক্সপ্রেস’ ট্রেনসহ কয়েকটা প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।

শনিবার(২৭ মার্চ) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা একান্ত বৈঠকে মিলিত তারা। এরপর ২ দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার(২৬ মার্চ) সকালে ঢাকা সফরে আসেন তিনি। আজ রাতেই নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

 

(ঊষার আলো-আরএম)