ঊষার আলো ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজার ৬১১ জনের প্রাণহানি হয়েছে। নতুন করে আরও ৪ লাখ ৪২ হাজার ৯১২ জন আক্রান্ত হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৭ হাজার ৬১১ জন। আগের ২৪ ঘন্টায় মারা গেছেন ৭ হাজার ৮৭৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৯১২ জনের দেহে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৮৮৯ জনের দেহে।
সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট ৪৮ লাখ ৫৭ হাজার ৩৭০ জনের মৃত্যু, শনাক্ত ২৩ কোটি ৭৯ লাখ ৯৫ হাজার ৭৫ জনের দেহে ও সুস্থ হয়েছে ২১ কোটি ৫১ লাখ ৩২ হাজার ২৬৬ জন। বাংলাদেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৬৫৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন ও সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন মানুষ।
(ঊষার আলো-আরএম)