UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উগ্রবাদী সংগঠনের ৫ রোহিঙ্গা গ্রেফতার

usharalodesk
অক্টোবর ৯, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে উগ্রবাদী সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) তে জড়িত সন্দেহে ৫ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন সদস্যরা।

শনিবার (৯ অক্টোবর) উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন, খালেদ হোসেন (৩৩), মাস্টার সৈয়দ আমিন (৩৮), শাকের (৩৫), মোহাম্মদ কলিম (১৮) ও ইলিয়াস (২২)।

গত ২৯ সেপ্টেম্বর রাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর শীর্ষ নেতা মুহিব্বুল্লাহ খুনের সাথে এই উগ্রবাদী সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। নিহত মুহিব্বুল্লাহর ভাই মুহিব্বুল্লাহ হত্যায় এ সংগঠনের সন্ত্রাসীদের দায়ী করেছে।

এদিকে, এসপি নাইমুল হক জানান, গ্রেফতারকৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি এবং অপহরণ মামলাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন। এদেরকে উখিয়া থানায় পাঠানো হয়েছে।

(ঊষার আলো-আরএম)