UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় ২৪ ঘন্টায় আরও ২০ জনের মৃত্যু

ঊষার আলো
অক্টোবর ৯, ২০২১ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত‌্যু হয়েছে। এই নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৭ হাজার ৬৭৪ জন।

৮ অক্টোবর সকাল ৮টা থেকে ৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৪১৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন।

আজ শনিবার (৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৫৪৩ জন ও এ পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ। এই পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৭৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ ও করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রংপুর বিভাগের ৩ জন, ময়মনসিংহ বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১ জন ও বরিশাল বিভাগের ১ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও সিলেট বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

(ঊষার আলো-এফএসপি)