UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ঊষার আলো
মার্চ ২৮, ২০২১ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে রাজধানীসহ প্রায় সারা দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। ১ সপ্তাহ ধরে প্রায় একই অবস্থা চলছে।
তবে আগামী ৩ দিনের মধ্যেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পরই তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
গতকাল ২৮ মার্চ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপসহ ফেনী, কক্সবাজার ও চাঁদপুর জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা বলেছেন, ২৯ মার্চ সোমবার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭.৬, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৮.২, সিলেটে ৩৬, রাজশাহীতে ৩৬.৮, রংপুরে ৩৩.১, খুলনায় ৩৭ এবং বরিশালে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর বিভাগের তেঁতুলিয়া, ডিমলা ও রাজারহাটে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

(ঊষার আলো: এম.এইচ)