UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ অফিসারের বাড়িতে চুরি করতে গিয়ে ঘুমিয়ে গেল চোর

ঊষার আলো
মার্চ ২৮, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পুলিশ অফিসারের বাড়িতে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন ২২ বছর বয়সী ১ চোর। এরপর সকালে চোরকে ঘুম থেকে ডেকে তুলেন ওই বাড়ির মালিক পুলিশ অফিসার। এমনই ঘটনা ঘটেছে থাইল্যান্ডে।
জানা যায়, সন্দেহভাজন ওই যুবক বেশ খানিকক্ষণ ধরেই স্থানীয় ফেচাবুন এলাকায় চুরির মতলবে ছিল। অবশেষে রাত ২টার সময় সে এক পুলিশ অফিসারের বাড়িতেই ডাকাতি করার উদ্দেশ্যে প্রবেশ করে। ভারী চেহারা নিয়ে আর নড়তে পারেননি। বাতানুকুল যন্ত্র চালিয়ে শীতল হাওয়ায় দেদার ঘুমিয়ে পড়ে ওই চোর যুবক।
কিন্তু শেষ রক্ষা হল না তার। দুর্ভাগ্যবশত বাড়িটি ছিল স্থানীয় জেলা পুলিশের অফিসারের। জানা যায়, ওই সময়ে তার ঘরে মেয়ে ছিলেন না। সকালে উঠে তাঁর মেয়ের ঘরের বাতানুকুল যন্ত্র অন দেখে অবাক হয়ে যান ওই অফিসার। এরপর ঘরে প্রবেশ করে লেপ উঠাতেই ধরা পড়ে চোর। ঘুম থেকে জোরে ডেকে তুলতেই কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে পড়ে ওই যুবক চোর। আর তারপর যা হওয়ার তাই হলো। যুবকের হাতে হাতকড়া গিয়ে দিল পুলিশ অফিসার।

(ঊষার আলো- এম.এইচ)