UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হলো শারদীয় দুর্গোৎসব

ঊষার আলো
অক্টোবর ১১, ২০২১ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহা ষষ্ঠীপূজার মধ্যদিয়ে সারা দেশে শুরু হলো ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। মন্দিরে মন্দিরে এখন উলুধ্বনি, শঙ্খ ও কাঁসর আর ঢাকের বাদ্যি। আজ (১১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসব শুরু হয়েছে। ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে সারাদেশে উৎসবের আমেজ। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, দেবী দুর্গা আসছেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে। ঘোড়া এমন ১টি বাহন যেটি যুদ্ধের সময় বেশি ব্যবহৃত হয়।

আর  ঘোড়ার পায়ের শব্দও যুদ্ধেরই ইঙ্গিত দেয়। সেজন্য পঞ্জিকা মতেই ঘোটকে আগমন মানেই ছত্রভঙ্গের কথাই বলা হয়। এই সময়ে যুদ্ধ, অশান্তি ও হানাহানির সম্ভাবনা থাকে। মা দুর্গার এবার দোলায় গমন। দোলায় গমনের ফলাফল হল মড়ক লাগা।

 

(ঊষার আলো-আরএম)