UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন

usharalodesk
অক্টোবর ১১, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এ বছর অর্থনীতি বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জশুয়া ডি. অ্যাংরিস্ট, ডেভিড কার্ড ও গুইদো ডব্লিউ. ইমবেন্স। সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী ও উদ্ভাবক আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কার দেওয়া হয়েছে।

শ্রম অর্থনীতিতে গবেষণামূলক অবদান রাখায় পুরস্কারের অর্ধেক পাবেন কানাডিয়ান অর্থনীতিবিদ ডেভিড কার্ড। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
জশুয়া ডি. অ্যাংরিস্ট ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যাপক। ডাচ-আমেরিকান অর্থনীতিবিদ গুইদো ডব্লিউ. ইমবেন্স স্ট্যানফোর্ড গ্রাজুয়েট স্কুল অব বিজনেসে কর্মরত রয়েছেন।

ক্যাজুয়াল সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদান রাখায় পুরস্কারের বাকি অর্ধেক অর্থ যৌথভাবে ভাগ করে নেবেন ইসরায়েলি-আমেরিকান অর্থনীতিবিদ জশুয়া ডি. অ্যাংরিস্ট ও নেদারল্যান্ডের অর্থনীতিবিদ গুইদো ডব্লিউ. ইমবেন্স।

(ঊষার আলো-এফএসপি)