UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ধর্ষণ চেষ্টা মামলার আসামির ৭ বছর কারাদন্ড

ঊষার আলো
অক্টোবর ১৩, ২০২১ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে একটি ধর্ষণ চেষ্টা মামলায় শংকর মৌলিক (৫১) নামের এক আসামীকে ৭ বছরের স্বশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিজ্ঞ বিচারক মোঃ নুরে আলম মঙ্গলবার বিকেলে এই দন্ডাদেশ প্রদান করেন। একই সাথে আসামীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয় আদালত।

দন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি শংকর মৌলিক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জগন্নাত মৌলিকের ছেলে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে আদালত সুত্র রায়ের বিষয়ে জানায়, ২০১৭ সালের ২২ জুলাই মোড়েলগঞ্জ থানায় এক নারী ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। থানা পুলিশ একই মামলাটির তদন্ত শেষে শংকর মৌলিক কে অভিযুক্ত করে ওই বছরের ৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে দীর্ঘ শুনানী ও ১০ জন সাক্ষির স্বাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৪) (খ) ধারায় আদালতের বিজ্ঞ বিচারক এই দন্ডাদেশ দেন ।

(ঊষার আলো-আরএম)