UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আসিয়ানের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পাবেন না মিয়ানমারের জান্তাপ্রধান

ঊষার আলো
অক্টোবর ১৬, ২০২১ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এ মাসের শেষের দিকে হতে চলেছে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এসিয়ান ন্যাশন্সের (আসিয়ান) শীর্ষ সম্মেলন। এবার মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লেইংয়ের বদলে এ সম্মেলনে দেশটি থেকে অরাজনৈতিক প্রতিনিধি রাখার সিদ্ধান্ত নিয়েছে সদস্য রাষ্ট্রগুলো।

আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল শুক্রবার রাতে জরুরি বৈঠক এই সিদ্ধান্ত হয়। এ পদক্ষেপকে সাহসী উদ্যোগ বলে অভিহিত করা হয়েছে।

আজ শনিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইংকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন হলেও আসিয়ানের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য এটি এক প্রয়োজনীয় সিদ্ধান্ত।
আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

(ঊষার আলো-এফএসপি)