UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে আরও ৪ হাজার ৮৫৬ জনের মৃত্যু

ঊষার আলো
অক্টোবর ১৯, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষারন আলো ডেস্ক ঃ গত ২৪ ঘণ্টায়  করোনায় বিশ্বে ৪ হাজার ৮৫৬জনের প্রাণ হানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৪৬২ জনের দেহে।

জানা গেছে, মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট মারা গেছে ৪৯ লাখ ২০ হাজার ৩০৫ জন। আর এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৬৭ হাজার ৬৩২ জনের দেহে। মোট সুস্থ হয়েছেন ২১ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ৪০৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৪ হাজার ৮৫৬ জন। আগের ২৪ ঘন্টায় করোনায় মারা ৪ হাজার ৭৭৮ জন এবং গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৪৬২ জনের দেহে, আর আগের দিন শনাক্ত হয় হয়েছে হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১৮৮ জনের দেহে।

করোনায় বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৯ লাখ ২ হাজার ৩৭৫ জনের দেহে করোনা সনাক্ত ও ৭ লাখ ৪৬ হাজার ৪১৫ জন মানুষের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চে করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

(ঊ/আ-আরএম)