ঊষার আলো ডেস্ক : দেশে ঘটে যাওয়া সহিংসতার প্রেক্ষিতে ২৬ জেলার পুলিশকে বাড়তি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব এলাকায় সহিংসতা ঘটেছে সেটির পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য পুলিশ সদরদপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) পুলিশ সদরদপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর এ নির্দেশনা দেওয়া হয়েছে। আর যেন সহিংসতা না হয় সেজন্য নানা ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয় বৈঠকে।
আগামী ১০ দিন এ বাড়তি সতর্কতা জারি থাকবে বলে পুলিশ কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঈদে মিল্লাদুন্নবী, সনাতন ধর্মাবলম্বীদে লক্ষ্মী পূজা এবং বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে বাড়তি সতর্কতার এই নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি কমিয়ে আনা হবে। পরিস্থিতি স্বাভাবিক মনে না হলে সতর্কতার মেয়াদ আরও বাড়বে।
বাড়তি সতর্কতা বাড়ানো জেলাগুলো হচ্ছে, রংপুর বিভাগের ৭টি জেলা রয়েছে। এগুলো হচ্ছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং নীলফামারী। রাজশাহী বিভাগের রয়েছে চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা।
খুলনা বিভাগের মধ্যে বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলা রয়েছে। কুমিল্লা ছাড়াও চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী এবং কক্সবাজার রয়েছে। ঢাকা বিভাগে শরীয়তপুর, মাদারীপুর, নরসিংদী এবং মুন্সিগঞ্জকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার পুলিশকে বাড়তি সতর্ক থাকার জন্য জানানো হয়েছে।
(ঊ/আ-আর এম)