UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে ফিল্ডিংয়ে নামিবিয়া

ঊষার আলো
অক্টোবর ২০, ২০২১ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু নামিবিয়ার। কাজে আজ বাঁচা মরার লড়াইয়ে দলটি মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডসের।
এদিকে ডাচদেরও প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু হয়েছে দলটির। কাজে এই ম্যাচেও হারলে কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে নেদারল্যান্ডস।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে টসে জীতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নামিবিয়া।

নেদারল্যান্ডস একাদশ-
পিটার সিলার (অধিনায়ক), ম্যাক ও’দাউদ, স্টিফেন মাইবার্গ, ব্যাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট অ্যাডওয়ার্ডস, রওলফ ফন ডার মারউই, লগান ফন বিক, টিম ফন ডার গাটেন ও ফ্রেড ক্লাসেন।

নামিবিয়া একাদশ-
গারহার্ড এরাসমাস (অধিনায়ক), স্টিভেন বার্ড, জেনে গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, ডেভিড উইসে, জে জে স্মিট, মাইকেল ফন লিঙ্গেন, জ্যান ফ্রাইলিংক, জান নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান ও বার্নার্ড স্কুলজ।

(ঊষার আলো-এফএসপি)