UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মহামারিতে উন্নয়নের গতি কিছুটা কমলেও দেশ এগিয়ে যাচ্ছে

ঊষার আলো
অক্টোবর ২১, ২০২১ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের এত উন্নয়ন সম্ভব হচ্ছে।  মহামারির কারণে উন্নয়ন কিছুটা কমে গেলেও দেশ থেমে থাকেনি, দেশ ঠিকই এগিয়ে যাচ্ছে। এমনকি  দেশীয় উদ্যোক্তাদের জন্য বিদেশে বিনিয়োগের পথ সুগম করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের (বিবিসিএফইসি) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা এখানেই হবে। বাণিজ্য মেলা, রপ্তানি মেলা, রপ্তানিকারকদের সম্মেলন, ক্রেতা-বিক্রেতা মেলা ও অন্যান্য বাণিজ্য বৃদ্ধিমূলক কর্মকাণ্ড আয়োজনের মাধ্যমে কেন্দ্রটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

গত ৭ ফেব্রুয়ারি এক্সিবিশন সেন্টারটি সরকারের কাছে হস্তান্তর করে চীনা নির্মাতা প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন। তিনি আরও বলেন, বিদেশেও আমরাও বিনিয়োগ করতে পারি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা। এমনকি আমাদের ব্যবসায়ীরাও বিনিয়োগ করতে পারেন, বেসরকারি খাতও বিনিয়োগ করতে পারে।  ভবিষ্যতে সেই সুযোগটাও সৃষ্টি করা হবে। তার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি।

এ পর্যন্ত ১৭টি কোম্পানি বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে বিদেশে বিনিয়োগ করছে।  ওই কোম্পানিগুলোর বিনিয়োগ প্রায় ৫১১ কোটি টাকা।

 

(ঊষার আলো-আরএম)