UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বর্ণবিদ্বেষের প্রতিবাদে থিয়েরি অঁরি ছাড়লেন সোশ্যাল মিডিয়া

ঊষার আলো
মার্চ ২৯, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাস্তবজীবন ছেড়ে সোশ্যাল সাইটে বর্ণবাদ জায়গা করে নিয়েছে। ভয়ানক সব বর্ণবাদীরা সারাক্ষণ বিভিন্ন মানুষকে আক্রমণ করে চলেন। এসব বর্ণবাদী আক্রমণ আর কটূক্তির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাবেক ফরাসি সুপারস্টার থিয়েরি অঁরি। বর্ণবিদ্বেষ বন্ধ না হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি ।

অঁরি লিখেন, প্রিয় বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষমূলক মন্তব্য মানুষকে হেয় করা কারো কারো অভ্যাসে পরিণত হয়েছে। এ রকম ঘটনা মানসিক চাপ তৈরি করে। এখানে অ্যাকাউন্ট তৈরি করা অত্যন্ত সহজ ও নিজের পরিচয় গোপন রেখে অন্য লোককে হয়রানি করা যায়। যতক্ষণ না পর্যন্ত এটা বন্ধ করা সম্ভব হচ্ছে ঠিক ততক্ষণ সোশ্যাল মিডিয়া থেকে নিজের সব অ্যাকাউন্ট সরিয়ে নিলাম আমি। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে অঁরির প্রায় ১৫ মিলিয়ন ফলোয়ার আছে। মাত্র ১ সপ্তাহ আগে টুইটার জানায়, যে তারা কোনোভাবেই বর্ণবিদ্বেষী মন্তব্য মেনে নেবে না। তার পরেই অঁরির এ সিদ্ধান্ত টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নিঃসন্দেহে প্রশ্নের মুখে ফেলে দিল।

(ঊষার আলো-আরএম)