UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগের ১০ জেলায় একদিনে করোনা আক্রান্ত ১০৩ জন

usharalo
মার্চ ২৯, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক: খুলনা বিভাগের ১০ জেলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছে ১০৩ জন। খুলনা বিভাগে গত বছর থেকে এখন পর্যন্ত মোট রোগী সংখ্যা ২৬ হাজার ৬৩১। সুস্থ্য রোগীর সংখ্যা ২৫ হাজার ৩৩৮। মারা গেছেন ৪৭৪ জন। বিভাগের ১০ জেলার মধ্যে সংক্রমনের দিক থেকে এগিয়ে আছে খুলনা। খুলনায় করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৭ হাজার ৪৪৭। এর পরে রয়েছে যশোর এখানে করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৬৪। তারপরেই রয়েছে কুষ্টিয়া মোট করোনা রোগী রয়েছে ৪ হাজার ৫০। রোগী মৃত্যুর দিক দিয়েও এগিয়ে আছে খুলনা ১১৮, যশোর৬১, ও কুষ্টিয়া ৯১।
গত কয়েকনি ধরে খুলনায়ও রোগীর সংখ্যা বাড়ছে। যা মার্চ মাসের শুরুতে ছিল শুন্যতে। গত রবিবার খুলনায় আক্রান্ত হয়েছে ২৩ জন, শনিবার আক্রান্ত হয়েছে ০৭ জন, শুক্রবার আক্রান্ত হয়েছে ১৩ জন, শনিবার আক্রান্ত হয়েছে ১২ জন। যেখানে গত ০১মার্চ করোনা আক্রান্ত হয় মাত্র একজন। সাধারণ মানুষ মনে সচেতনতার অভাব ও সরকারি কর্তৃপক্ষের ঢিলের কারনে করোনা সংক্রমন আরো বৃদ্ধি পাচ্ছে। তাদের দাবি পুরোপুরি লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতে আরো কঠোর কাজ করে সংক্রমন কমানো সম্ভব।