UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নিয়োগ পাচ্ছে ৩৩১ বিচারিক ম্যাজিস্ট্রেট  

usharalodesk
অক্টোবর ২৫, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আসন্ন দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩৩১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি)। তাই আইন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়কে পাঠানো ইসির নির্দেশনায় ৩৩১ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাকে মনোনয়ন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। উপজেলা ভেদে কোথাও তিন আবার কোথাও ২ ইউপির জন্য একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। তারা ভোটের ফৌজদারি অপরাধসহ বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ পরিচালনা করে থাকেন।

ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন বিধিমালার অধীন নির্বাচনী অপরাধসমূহ ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ (অ্যাক্ট নম্বর পাঁচ)’-এর ১৯০ ধারার অধীনে আমলে নেওয়া এবং সেটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য দায়িত্ব পালন করবেন ম্যাজিস্ট্রেটরা।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে-পরে মোট ৫ দিন (৯ থেকে ১৩ নভেম্বর) দায়িত্ব পালন করবেন।

(ঊষার আলো-আরএম)