UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চরম খাদ্য সঙ্কটে ভুগবে আফগানিস্তান- জাতিসংঘ

usharalodesk
অক্টোবর ২৫, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জরুরি পদক্ষেপ না নিলে লাখ লাখ আফগান এ শীতে অনাহারে থাকবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)।

ডাব্লিউএফপি বলছে, আফগানিস্তানের অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। আর ৫ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে পারে। গত আগস্ট মাসে আফগানিস্তান তালেবানের দখলে চলে যায়। বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল আফগানিস্তানের অর্থনীতি এখন দুর্বল হয়ে পড়েছে।

বিশ্ব ব্যাংকের সূত্র মতে, যখন মোট দেশীয় উৎপাদনের ১০ শতাংশ বা তার বেশি বিদেশী সাহায্য থেকে আসে তখনই একটি দেশকে সাহায্য-নির্ভর হিসেবে বিবেচনা করা হয়। আর আফগানিস্তানের ক্ষেত্রে জিডিপির ৪০ শতাংশ ছিল আন্তর্জাতিক সাহায্য।

(ঊষার আলো-আরএম)