UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জাপা নেতা আবুল কাশেম হত্যা মামলার পুনরায় সাক্ষ্যগ্রহণ শুরু

usharalodesk
মার্চ ৩, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম হত্যা মামলায় পুনরায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বুধবার (৩ মার্চ) খুলনার জননিরাপত্তা বিঘ্নকারি অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে এহত্যা মামলার সাক্ষ্য গ্রহন অনুষ্ঠিত হয়। আদালতে আলোচিত এ হত্যা মামলায় অবসরপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট সগীর আহমেদের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। ওইসময় মামলার আসামী খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন। তবে আরেক আসামী কেসিসি’র নির্বাচনে জাপা মেয়র প্রার্থী মুশফিকুর রহমান উপস্থিত হননি। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) এড. মো. আরিফ মাহমুদ লিটন এ তথ্য নিশ্চিত করেন। আগামী ১৫ মার্চ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য করেছেন আদালত।
জানা গেছে, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল নগরীর স্যার ইকবাল রোডের বেসিক ব্যাংকের সামনে আবুল কাশেম ও তার গাড়ির চালক মিকাইলকে গুলি করে হত্যা করা হয়। এঘটনায় খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

(ঊষার আলো-আরএম)