UsharAlo logo
সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলায় পরীমনিসহ তিনজনের জামিন

ঊষার আলো
অক্টোবর ২৬, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর বনানী থানার মাদক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে জামিনের আবেদন করেন পরীমনি। শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।

একই সাথে পরীমনির ২ সহযোগী আশরাফুল ইসলাম দিপু এবং কবির হোসেনও আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সেটিও মঞ্জুর করেন। গত ১৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেছিলেন।

আজ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালতের মূল বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় চার্জশিট গ্রহণের জন্য ভারপ্রাপ্ত বিচারক আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেন।

 

(ঊষার আলো-আরএম)