UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ে করে রাজকীয় মর্যাদা হারালেন জাপানের মাকো

usharalodesk
অক্টোবর ২৬, ২০২১ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিয়ে করে রাজত্ব হারালেন জাপানের রাজকুমারী মাকো। দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণ পরিবারের সন্তান কেই কুমোরোকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার(২৬ অক্টোবর) সকালে দেশটির স্থানীয় ওয়ার্ড অফিসে মাকো-কুমোরো তাদের বিয়ের কাগজপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এ বিয়ের কারনে রাজকীয় মর্যাদা হারিয়েছেন মাকো। জাপানের আইন অনুযায়ী রাজপরিবারের কোনো নারী সদস্য যদি সাধারণ কোনো নাগরিককে বিয়ে করেন তাহলে তিনি রাজকীয় মর্যাদা হারাবেন। তবে, রাজপরিবারের পুরুষ সদস্যের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর নয়।

কলেজ জীবনের সহপাঠী কুমোরোকে বিয়ে করে শুধু রাজকীয় মর্যাদাই হারাননি, প্রথা অনুযায়ী রাজকীয় বিয়ের অনুষ্ঠান ও পরিবার ছেড়ে যাওয়ার কারণে রাজপরিবার থেকে যে অর্থ-ভাতা তিনি পেতেন সেটিও প্রত্যাখ্যান করেছেন মাকো।

২০১৭ সালে কুমোরোর সাথে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন মাকো। পরের বছরে বিয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে, কুমোরোর মায়ের অর্থনৈতিক কেলঙ্কারীর খবরে সে সময় বিয়ে পিছিয়ে নিতে বাধ্য হন তারা। যুক্তরাষ্ট্রে তারা স্থায়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। আর কুমোরো সেখানে আইন পেশার সাথে যুক্ত আছেন।

(ঊষার আলো-আরএম)