UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বল হাতে দুর্দান্ত শুরু টাইগারদের

usharalodesk
মার্চ ৩০, ২০২১ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে এখন ফিল্ডিং করছে বাংলাদেশ। বল হাতে শুরুটা বেশ দুর্দান্ত হয়েছে টাইগারদের। এ পর্যন্ত ৬.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে মোট ৫৬ রান করেছে কিউইরা।

দলীয় ৩৬ রানে ফিন অ্যালেনকে পেসার তাসকিন আহমেদ ও দলীয় ৫৫ রানে মার্টিন গাপটিলকে মোহাম্মদ সাইফউদ্দিন এবং ডেভন কনওয়েকে বিদায় করেন শরিফুল ইসলাম।

আজ মঙ্গলবার (৩০ মার্চ) নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হয় ম্যাচটি।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, হামিশ বেনেট, ড্যারিল মিচেল, ইশ সোদি, অ্যাডাম মিলনে

(ঊষার আলো-এফএসপি)