UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বোরকা নিষিদ্ধের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ

usharalodesk
মার্চ ৩১, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তুর্কি বংশোদ্ভূত এক শিল্পী নেদারল্যান্ডে বোরকা নিষিদ্ধের বিরুদ্ধে অভিনব পন্থায় প্রতিবাদ জানিয়ে সবার নজর কেরেছেন। জানা যায়, আমস্টারডামে চারুকলা শিল্প বিভাগের পরিচালক হিসেবে কাজ করেন এরিল। বোরকা নিষিদ্ধের প্রতিবাদ হিসেবে তিনি এক সাথে অনেক মাস্ক পরেন ও এটাকে তিনি আখ্যায়িত করেন ‘বৈধ বোরকা’ বলে।

বিষয়টি নিয়ে এরিল বলেন, বাধ্যতামূলক মাস্ক পরিধান করে নিষিদ্ধ বোরকার চিত্র তৈরি করেন। এখন আমি মানুষের কাছে মাস্ক পরার বাধ্যবাধকতার মধ্যেও নিষিদ্ধের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে চাই। বোরকার নিষিদ্ধের এমন কাজকে নিষিদ্ধ সিলুয়েটে প্রয়োজনীয় সামগ্রির সংমিশ্রণে প্রতিরোধমূলক কাজ বলেও আখ্যায়িত করেন এরিল।

উল্লেখ্য, ২০১৯ সালে আগস্ট হতে নেদারল্যান্ডে বোরকা নিষিদ্ধ হয়। আইনটি লঙ্ঘন করে যারাই গণসম্মুখে মুখ ঢেকে রাখবেন তাদেরকে ১৫০ ইউরো (প্রায় ১৭৬ ডলার) জরিমানা আদায়ের নিয়ম চালু করা হয়।

(ঊষার আলো-এফএসপি)