UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোনাল্ডোকে ‘না’ করে দিল রিয়াল মাদ্রিদ

ঊষার আলো
মার্চ ৩১, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছেড়ে দিচ্ছে জুভেন্টাস। অতি শিগগিরই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন তিনি। গত কয়েকদিন ধরে ইউরোপীয় গণমাধ্যম একথাই চলছে।

এমন সব খবরে রোনাল্ডোর ভক্তদের সাথে যোগ দিয়েছে রিয়াল মাদ্রিদ সমর্থকরাও। তবে শেষপর্যন্ত এক বক্তব্য দিয়েই ফুটবলপ্রেমীদের সব কৌতূহল মাটিতে মিশিয়ে দেয় এই স্প্যানিশ ক্লাব কর্তৃপক্ষ।

রিয়াল মাদ্রিদ ক্লাবের বরাতে স্প্যানিশ এক দৈনিক জানিয়েছে, রোনাল্ডোকে ফেরানোর আপাতত কোনও সম্ভাবনা নেই। রিয়াল মাদ্রিদের পরিচালকরা চান না পর্তুগিজ এ তারকাকে এই মুহূর্তে দলে ফেরাতে। রোনাল্ডোকে একেবারেই মুখের ওপর ‘না’ করে দিয়েছেন তারা।

উল্লেখ্য, জুভেন্টাসের সাথে রোনাল্ডোর সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না। সিআরসেভেনকে দলে ভেড়ালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ নেওয়া যাবে- এমন আশায় দু দুটি আসর পার করে দিয়েছে জুভেন্টাস।

সে আশায় ৩ বছর আগে ১১৩ মিলিয়ন ইউরো দিয়ে রিয়াল থেকে রোনাল্ডোকে কিনেছিল জুভেন্টাস। দলের হয়ে ৯৫ গোল করলেও কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁতে পারেননি রোনাল্ডো। যার কারণে রোনাল্ডোকে তুরিন ছাড়তে হতে পারে বলে গুঞ্জন রটে।

গুঞ্জনকে আরও চাঙা করেন সিআরসেভেন এজেন্ট হোর্হে মেন্ডেজ। কয়েক সপ্তাহ আগেই রোনাল্ডোর বিষয়ে রিয়াল মাদ্রিদের কাছে প্রস্তাব দেন তিনি। জুভেন্টাসও নাকি রোনাল্ডোকে ছেড়ে দিতে রাজি।

(ঊষার আলো-এফএসপি)