UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির সব পর্যটন কেন্দ্র দু’সপ্তাহ বন্ধ

usharalodesk
মার্চ ৩১, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনার বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দু’সপ্তাহের জন্য পার্বত্য জেলা রাঙামাটির সব পর্যটনকেন্দ্র বন্ধসহ বেশ কিছু নির্দেশনা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুধবার (৩১ মার্চ) বিকেলে অনুষ্ঠিত ‘কোভিড-১৯ সংক্রমণে’ করণীয় শীর্ষক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় সিদ্ধান্ত হয়, প্রতিদিন রাত ৮টা থেকে জেলার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রাখা হবে। গণপরিবহনে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন করবে। হোটেল-মোটেলে অর্ধেক চেয়ার-টেবিল তুলে রেখে ভোক্তাদের সেবা দিতে হবে। সেইসাথে আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।
সভায় সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিসহ গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এমএনএস)