ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রার্দুভাব ঠেকাতে এবং জেলাবাসীকে নিরাপদ রাখতে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র আগামী দু’সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজে এমন ঘোষণা দেন বুধবার (৩১ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এ ঘোষণার ফলে খাগড়াছড়ির আলুটিলা রহস্যময় সুরঙ্গ, জেলা পরিষদ পার্ক, দেবতা পুকুর, মায়াবিনি লেক ও হাতির মাথাসহ জেলার সব পর্যটন কেন্দ্রে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব ধরণের পর্যটকদের প্রবেশাধিকার বন্ধ।
দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পরে ২৮ আগস্ট থেকে শর্তসাপেক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক, রিসাং ঝর্না, আলুটিলা পর্যটন কেন্দ্র ও মায়াবিনী লেক খুলে দেয়া হয়।
(ঊষার আলো-এমএনএস)