UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্ক জাকারবার্গকে আইনি নোটিশ

usharalodesk
নভেম্বর ১৮, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ ৫ জনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। জাকারবার্গ ছাড়াও বাংলাদেশ টেলিকমিনিউকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ার‌ম্যান, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র (জন নিরাপত্তা) সচিব ও ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালককেও এই নোটিশ প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রেজিস্ট্রার ডাকযোগে সাংবাদিক সেলিম সামাদসহ চার ব্যক্তির পক্ষে নোটিশটি প্রেরণ করা হয়েছে বলে জানান তাদের আইনজীবী তাপস কান্তি বল।

এ নোটিশে ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে নোটিশ গ্রহীতাদের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।

এছাড়া নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে নোটিশ গ্রহীতাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।

(ঊষার আলো-এফএসপি)