UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে করোনায় আরও ৭ হাজার ৬০৩ জনের প্রাণহানি

ঊষার আলো
নভেম্বর ২৪, ২০২১ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।  নতুন করে আরও সাড়ে ৫ লাখের বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছে ।

এর আগের দিন করোনায় ৫ হাজার ৯৩৯ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ৭০৪ জনের দেহে। এক দিনের ব্যবধানে বিশ্বে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সূত্র অনুযায়ী, বুধবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছে ৫১ লাখ ৮২ হাজার ৯৬৮ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২৫ কোটি ৯০ লাখ ১৪ হাজার ৭৫৪ জন। সুস্থ হয়েছে ২৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৪২২ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৭ হাজার ৬০৩ জন এবং শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৩ হাজার ৭৬ জনের দেহে।

করোনায় বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮২ হাজার ৩০১ জন ও মারা গেছে এক হাজার ১৫০ জন। এ পর্যন্ত দেশটিতে চার কোটি ৮৮ লাখ ৩৫ হাজার ২১৬ জন আক্রান্ত ও সাত লাখ ৯৬ হাজার ৩১৯ জন মারা গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামার’ হিসেবে ঘোষণা করে।

 

(ঊষার আলো-আরএম)