UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়লার গাড়ির ধাক্কায় নটরডেমের ছাত্রের মৃত্যু

ঊষার আলো
নভেম্বর ২৪, ২০২১ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৮) নামের নটরডেম কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দুপুর সোয়া ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গুলিস্থানে রাস্তা পারাপারের সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন নাঈম। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, তার পরিচয় এবং পরিবার সম্পর্কে এখনও জানা যায়নি। তবে, জানতে পেরেছি সে নটরডেম কলেজের শিক্ষার্থী। তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

(ঊষার আলো-আরএম)