UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় করোনায় মৃত্যু ২

ঊষার আলো
এপ্রিল ২, ২০২১ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় করোনায় মৃত্যু হয়েছে আরও ২ জনের। খুমেকের করোনা ইউনিটে শুক্রবার (২ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত দশদিনে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭।
বর্তমানে খুমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছে ৪৭ জন। তারমধ্যে আইসিইউতে আছে ৮ জন।
খুমেক সূত্রে জানা যায়, শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খন্দকার মনিরুজ্জামান (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি মহানগরীর খালিশপুর আলমনগর এলাকার আবু তাহেরের ছেলে। গত ২২ মার্চ করোনা আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে আকরাম হোসেন(৭৭) নামের এক ব্যক্তি করোনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বাগেরহাট শানতলা এলাকার বাসিন্দা আফছার উদ্দীনের ছেলে। গত ২৯ মার্চ করোনা আক্রান্ত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

(ঊষার আলো-এমএনএস)