UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মনিরামপুরে নৌকা ৯, স্বতন্ত্র ৫, বিদ্রোহী

koushikkln
নভেম্বর ২৮, ২০২১ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মনিরামপুর : কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যশোরের মনিরামপুরে শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ হয়েছে। গতকাল রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলা উপজেলার ১৬ টি ইউনিয়নের ১৫২ টি কেন্দ্রে এ নির্বাচন সম্পন্ন হয়েছে।

বেসরকারিভাবে পাওয়া তথ্যমতে, ১৬ ইউনিয়নের মধ্যে ১২ জন নৌকা, ২ জন বিদ্রোহী এবং ২ জন স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়ী হয়েছেন। মনিরামপুরে নির্বাচিতরা হলেন, রোহিতায় হাফিজ উদ্দিন (নৌকা), কাশিমনগরে তৌহিদুর রহমান (নৌকা), ভোজগাতীতে আব্দুর রাজ্জাক (মোটরসাইকেল), ঢাকুরিয়ায় আইয়ুব গাজী (আনারস), হরিদাসকাটি ইউনিয়নে আলমগীর কবির লিটন (আনারস), মনিরামপুর সদরে স্বতন্ত্র নিস্তার ফারুক (চশমা), খেদাপাড়ায় আব্দুল আলিম জিন্নাহ (নৌকা), ঝাঁপা ইউনিয়নে শামছুল হক মন্টু (নৌকা), মশ্বিমনগর ইউনিয়নে আবুল হোসেন (নৌকা), চালুয়াহাটিতে আব্দুল হামিদ সরদার (চশমা), শ্যামকুড়ে আলমগীর হোসেন (নৌকা), খানপুরে সিরাজুল ইসলাম (ঘোড়া), দুর্বাডাঙ্গা ইউনিয়নে গাজী মাজহারুল (নৌকা), কুলটিয়া ইউনিয়নে শেখর চন্দ্র (নৌকা), নেহালপুরে ফারুক হুসাইন (নৌকা) ও মনোহরপুরে স্বতন্ত্র আক্তার ফারুক মিন্টু (আনারস)।