UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৮০ হাজার শ্রমিক নেবে ইতালি

usharalodesk
ডিসেম্বর ২, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রমিক সংকট মেটাতে কৃষি এবং স্পন্সর ভিসায় নতুন করে আরও ৮০ হাজার শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি। এক সপ্তাহের মধ্যেই নিয়োগের গেজেট প্রকাশ করা হবে।

দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, বাংলাদেশ, আলজেরিয়া, আইভরিকোস্ট, মিশর, এল সালভাদর, বসনিয়া হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, তিউনেশিয়া ও আরও কিছু দেশ থেকে এসব শ্রমিক নেবে ইতালি সরকার। কিন্তু কোন ক্যাটাগরিতে কত শ্রমিক নেয়া হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। গেজেট প্রকাশিত হলে এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, ২০২০ সালে দুই দফায় শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছিল ইতালি। আর সেখানে ২ লাখ ১৬ হাজার আবেদন জমা পড়েছিল। তবে সেসব আবেদনের কাজ আনুপাতিকহারে ২ শতাংশও শেষ করা হয়নি। আর এর মধ্যেই আবারও নতুন করে শ্রমিক নেয়ার ঘোষণা দিলো দেশটি।

(ঊষার আলো-এফএসপি)