UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চার নারী মিলে হেনস্থা করায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের বিষপান!

usharalodesk
এপ্রিল ৩, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রতিবেশী ৪ নারী মিলে হেনস্থা করায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবক। যদিও পুলিশি তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছে সেই যুবক। তবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রার খাস পুরা এলাকায়।
ভারতীয় গণমাধ্যম আজকালের খবরে বলা হয়েছে, প্রায়ই হেনস্থা করতো প্রতিবেশী ৪ নারী। প্রতিদিন তা ক্রমশ বাড়তে থাকে। ধীরে ধীরে সেই হেনস্থার মাত্রা সমস্ত সীমা অতিক্রম করে ফেলে তারা। এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় সেই মাত্রা, তা সহ্য করতে না পেরে ফেসবুক পোস্ট দিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক।
ওই যুবকের নাম লাভিশ আগারওয়াল। তিনি পেশায় একজন ইনস্যুরেন্স এজেন্ট। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে ৪ নারীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন তিনি।
ওই পোস্টে লাভিশ লেখেছেন, ওই ৪ জন আমার নামে ধর্ষণ এবং ইভটিজিংয়ের ভুয়া মামলা দায়ের করেছে। আমিও ওদের নামে পুলিশে অভিযোগ করেছিলাম। কিন্তু তাতেও ওরা থামেনি। এখনও প্রতিনিয়ত আমাকে হেনস্থা করে চলেছে। এরপর সীতাপুরে আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। অথচ আমি কখনোই ওখানে যাইনি। এসবের ফলে ভীষণ মানসিক অশান্তিতে ভুগছি। তাই আত্মহত্যার পথ বেছে নিলাম। ওরাই আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে।’
এরপরই বিষ পান করে লাভিশ। কিছুক্ষণের মধ্যেই লাভিশের পোস্টটি নজরে আসে নরেশ পারাস নামে ১ সমাজকর্মীর। তিনিই বিষয়টি পুলিশের নজরে আনে। ফোন করে স্থানীয় এসএসপি মুনিরাজকে। পাশাপাশি পুলিশকে উদ্দেশ্য করে টুইটও করে নরেশ পারাস। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওই যুবকের বাড়িতে যায় পুলিশ। তাকে উদ্ধার করে দ্রুত ভর্তি করা হয়েছে স্থানীয় এসএন মেডিকেল কলেজ হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই যুবক।
অন্যদিকে, গোটা মামলাটি তুলে দেওয়া হয়েছে সাইবার সেলের হাতে। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে ওই যুবকের বয়ানও রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(ঊষার আলো- এম.এইচ)