ঊষার আলো ডেস্ক : সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন থাকবে। এ সময়কালে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন ছাড়া সকল ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ শনিবার (৩ এপ্রিল) বিকেলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী বলেন, ‘লকডাউনে অন্যান্য সব পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ থাকবে। কিন্তু জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে।’
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করছে সরকার।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আরও ৫৮ জন মারা গিয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২১৩ জনে। সাথে একই সময়ে ৫ হাজর ৬৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সারাদেশে করোনায় আক্রান্ত হলেন ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন।
(ঊষঅর আলো-এফএসপি)