UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় দিবসে সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল

koushikkln
ডিসেম্বর ১২, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রবিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টায় সোনালী অতীত ক্লাব, খুলনার কার্যনির্বাহী পরিষদের এক সভা ক্লাব চত্বরে সভাপতি এ মনসুর আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল আহমেদ রাজের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে সোনালী অতীত ক্লাব, খুলনার সাথে শিরোমণিস্থ দিশারী যুব সংঘের সাথে আগামী ১৬ ডিসেম্বর বেলা ৩টায় শিরোমণি কলেজ মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতার সিদ্ধান্ত হয় এবং সংশ্লিষ্ট সকল সাবেক খেলোয়াড়, কর্মকর্তা ও সদস্যদের ঐদিন দুপুর ২টায় খেলার সাজসরঞ্জামসহ ডাকবাংলা বেবী স্ট্রান্ড মোড়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑক্লাবের সহ-সভাপতি এস এম মনির, শেখ হেমায়েত উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আবুল হোসেন আবুল, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান ফয়েজ, দপ্তর সম্পাদক মোঃ মনির সিকদার, ক্রীড়া সম্পাদক আদিলুজ্জামান আদিল, প্রচার সম্পাদক এম এ জলিল, নির্বাহী সদস্য খাইবার হোসেন সমেরু, এস এম তরিকুল ইসলাম সোহান, জি এম আকরাম হোসেন, জিয়াউল আলম প্রমুখ।

অপরদিকে সভায় স্বাধীন বাংলা ফুটবল দলের গর্বিত সদস্য খুলনার অহঙ্কার বীর মুক্তিযোদ্ধা বীরেন দাস বিরু সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে সম্মাননা পাওয়ায় তাঁকে সোনালী অতীত ক্লাব, খুলনার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও দীর্ঘায়ু কামনা করা হয়।