ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলের ম্যাচে খুলনা জেলা ফুটবল দল ভাল খেলা উপহার দিয়েও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নগরীর আটরা গিলাতলাস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে অনুষ্ঠিত ম্যাচে খুলনা ১-২ গোলের ব্যবধানে হেরেছে মেহেরপুর জেলা ফুটবল দলের কাছে। খেলার ১৪ মিনিটে পিছিয়ে পড়ে খুলনা। মেহেরপুরের ১৩নং জার্সি পরিহিত খেলোয়াড় হিমেল এর শর্ট ডিফেন্ডার তারা ক্লিয়ার করতে গেলে তা জালে প্রবেশ করে। গোল হজম করে পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে খুলনা। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি। যত বারই বারে শর্ট নেয়া হয়েছে তা বেশীর ভাগই বারে লেগে ফিরে গেছে। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতীতে যায় তারা। বিরতী থেকে ফিরে আবারও আক্রমাণ করতে থাকে খুলনা। ৫৭ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় খুলনা। বড় ডি বক্সের সামনে থেকে ফ্রি কির্কের শর্ট সরাসারি জালে প্রবেশ করান ৩নং জার্সি পরিহিত খেলোয়াড় তারা। এসময় জয়ের সম্ভাবনা জাগে খুলনার। আরও আক্রমাণ বাড়িয়ে দেয়। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। ডিফেন্স এর ব্যর্থতায় উল্টো ৭২ মিনিটের সময় মেহেরপুরের ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় হাবিবুর ডান প্রান্তে ফাঁকা বল পেয়ে তা প্লেসিং শর্টে কিপারকে পরাজিত করে (২-১)। খেলার শেষ পর্যন্ত খুলনা শত চেষ্টার করেও গোল পরিশোধ করতে পারেনি। খেলায় রেফারী ছিলেন রিমন মাহমুদ, ফেরদাউস হোসেন, সাইফুল ইসলাম। ম্যাচ অফিসিয়াল ছিলেন লাবু জোয়াদ্দার। ম্যাচ কমিশনার ছিলেন জিল্লুর রহমান।
খুলনা দল : আকবর, রাকিব, তারা, কবির, তপু, নুর ইসলাম, বাপ্পি, সজিব, সাব্বির, রায়হান, পুষ্পক, লালু, আশরাফুল, লিটন, রবিউল, নাজমুল, সুজন ও কাশেম। মাঠে উপস্থিত ছিলেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, বিকেএসপির উপপরিচালক মো. মতিউর রহমান, আব্দুল্লাহ জাহিদ, মোস্তাকিম ওয়েজেদ, মির্জা আবু কাওসার, অঙ্কন সাহা, রিয়াজ মোহাম্মদ রকিব, মশিউর রহমান, খালিদ সাইফুল্লাহ, মনির শেখ, মহসীন আলী, শেখ আলাউদ্দিন নাসিম, মিনা মামুন, ফিরোজ আরেফিন, দাউদ মোল্যা, রফিক, কামাল, আজমত, হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।