ঊষার আলো ডেস্ক : মহামারি করোনার দ্বিতীয় ঢেউ এর উগ্রগতি বাড়ার কারণে দেশের সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবর জানিয়েছে বিআইডব্লিউটিএ। এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে অভ্যন্তরীণ নৌপথে নৌযান চলাচল বন্ধ থাকবে।
এর আগে সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মহামারি সামাল দিতে আবারও ‘লকডাউনের’ ঘোষণা আসছে। তিনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিল্প কারখানা খোলা রেখে সোমবার (৫ এপ্রিল) কিংবা মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে লকডাউন দেয়ার বিষয়ে কাজ চলছে। সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও জানান তিনি।
(ঊষার আলো-এমএনএস)