ঊষার আলো রিপোর্ট : যশোরের অভয়নগরে মাত্র ৩০ টাকার জন্য মাদকাসক্ত গ্যারেজমিস্ত্রী রাজু ওরফে টুট্টু ফকির রড দিয়ে পিটিয়ে শুকুর আলী (৫৫) নামে ১ ভ্যানচালকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল ৩ মার্চ শনিবার রাতে উপজেলার ধোপাদী গ্রামে নতুনপাড়ায় টুট্টু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শুকুর আলী ধোপাদী গ্রামের দপ্তরীপাড়ার গুচ্ছগ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। হত্যাকারী রাজু ওরফে টিট্টু ফকির একই গ্রামের ইদু ফকিরের ছেলে।
নিহতের ভাই মকবুল হোসেন বলেছেন, শনিবার রাত আনুমানিক ৮টার সময় শুকুর আলী তার ভ্যান নিয়ে টুট্টু ফকিরের গ্যারেজের সামনে পৌঁছলে পাওনা ৩০ টাকা দাবি করে গ্যারেজমিস্ত্রী ট্ট্টুু ফকির। টাকা পরে দিতে চাইলে টুট্টু ফকির তার হাতে থাকা ভ্যানের রড (এক্সেল রড) দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় শুকুর আলী মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী ও পথচারীরা শুকুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেছেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। গ্যারেজমিস্ত্রী রাজু ওরফে টুট্টু ফকিরকে আটকের অভিযান চলছে। মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)