ঊষার আলো ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মহাসচিবসহ ৫৪ নেতাকে ব্যাংক হিসাব দিতে তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। মোদিবিরোধী আন্দোলনের পরে গত বৃহস্পতিবার তাঁদের হিসাবের বিষয়ে তলব করা হয়। সরকারের এক সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এ হিসাব তলব করা হয়েছে।
এ নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হুসাইন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাইল করীম, আল-হাইয়্যাতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ প্রমুখ।
এই নেতারাসহ নানান জেলায় হেফাজতের মোট ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)