UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হেগের আদালতে যুক্তরাষ্ট্রের নৌকাডুবি: ইরানকে দিতে হবে ৩ কোটি ৭০ লাখ ডলার

usharalodesk
মার্চ ৪, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইরানের দায়ের করা মামলায় নেদারল্যান্ডসের হেগের এক আদালতে হেরে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জানা যায়, আদালতের রায় অনুসারে ইরানকে এখন ৩৭ মিলিয়ন বা ৩ কোটি ৭০ লাখ ডলার অর্থ দেওয়ার কথা বলা হয়েছে।

জানা গেছে, ১৯৮১ সালে সই হওয়া আলজিয়ার্স চুক্তি লঙ্ঘন করার জন্য ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই মামলাটি করেছিল। আলজিয়ার্স চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রে আটককৃত ইরানের সম্পদ ফেরত দেয়ার কথা ছিল কিন্তু মার্কিন অর্থ বিভাগ সেই সম্পদ ফেরত দিতে বাধা দিয়েছে অথবা দেরি করেছে। এরপর ইরান হেগের আদালতে মামলা করে ।

গতকাল (৩ মার্চ) ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক কেন্দ্র হতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, হেগের আদালত ইরানের দাবির পক্ষে রায় দিয়েছে যার ফলে এখন ইরানকে ক্ষতিপূরণের অর্থ দিতে বাধ্য হবে মার্কিন যুক্তরাষ্ট্র।

(ঊষার আলো-এফএসপি)