বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর বাজারে আগুন লেগে ২টি বসতবাড়ীসহ ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। রবিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় ঝড়ের পর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী ও স্থানীয়রা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ভয়াবহ আগুনে প্রায় ৩৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।
বাজার ব্যবসায়ীরা বলেন, রবিবার সন্ধ্যায় আবহাওয়া খারাপ হওয়ায় বেশির ভাগ ব্যাবসায়ী দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। হঠাৎ করে রাত ৯টার দিকে বাজারের ইসাহাক চাপড়াশির লন্ড্রীর দোকান থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিদ্যুৎ না থাকায় বে-খেয়ালে মোমবাতি জ্বালিয়ে রেখে দোকান বন্ধ করে বের হওয়ায় সেই আগুন থেকে অগ্নিকান্ড ঘটে বলে তাদের ধারণা। বাজারের ওষুধ ব্যবসায়ী আক্তার আকন জানান, তার চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মিজান তালুকদার জানান, ফটোস্ট্যাট মেশিন, কম্পিউটার, মোবাইল যন্ত্রাংশ ও স্টেশনারী মালামাল পুড়ে তার ক্ষতি হয়েছে প্রায় ৭ লাখ টাকার। ১০টি দোকান ও দুটি বসতঘরের অবকাঠামো ও মালামাল নিয়ে কমপক্ষে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। শরণখোলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ১০টি দোকান ও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। সময়মতো পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে পারায় বড়ধরনের ক্ষতির হাত থেকে বাজারটি রক্ষা পেয়েছে।